১০ জুলাই ২০২২, ২০:২৭

মাংস কাটতে গিয়ে আহত দেড় শতাধিক

  © সংগৃহীত

কোরবানির পশু কাটতে গিয়ে ছুরি-বঁটির আঘাতে দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকাসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে এসেছেন অনেকে। 

আজ রোববার ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেলে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা ও আঘাতের চিহ্ন নিয়ে এসেছেন তারা। তাদের মধ্যে গরুর ধাক্কা ও শিংয়ের গুঁতায় অনেকে আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল জরুরি বিভাগের দায়িত্বরত আবাসিক সার্জন (আরএস) ডাক্তার আলাউদ্দিন বলেন, গত বছরে তুলনায় এ ধরনের রোগীর সংখ্যা অর্ধেকের চেয়েও কম। আমরা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং আহতদের অনেকেই চলে গেছে। বাকি যারা রয়েছেন তাঁরাও চলে যাবেন। এদের সমস্যা ভর্তি করে রাখার মতো অত গুরুতর না। 

তিনি আরও বলেন, আহতদের মধ্যে অনেকেই গুরুতর জখম হলেও কাউকে ভর্তি রাখা হয়নি। বেশির ভাগ লোকেরই হাত কাটা পা কাটা, আঙুল কাটা, গাল কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাঁদের ছেড়ে দিয়েছি। 

ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় কোরবানি ঈদে আহত সংখ্যা কম। চিকিৎসা নিতে আসা আহতের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। 

চিকিৎসকের বলছেন, আহতদের বেশির ভাগই মৌসুমি কসাইয়ের পাশাপাশি শখের বশে গরু কোরবানির সময় সহযোগিতা ও গোশত কাটতে গিয়ে আহত হয়েছেন। কোরবানি দেওয়ার সময় চাকু দিয়ে কারও হাত, কারও পা, এমনকি কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যাওয়া রোগীর সংখ্যা বেশি। 

কোরবানি করতে গিয়ে আহত রোগীদের বেশির ভাগ ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঈদে রোগীদের সেবা দিতে প্রস্তুত ছিল বেশির ভাগ সরকারি হাসপাতাল।