ঈদের ভোরে প্রাণ গেলো ৩ যুবকের

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা  © সংগৃহিত

নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১০ জুলাই) ভোরে উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) ও অটোরিকশাচালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে অটোরিকশাচালক মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)। আহত যাত্রী মো. ফোরকান উদ্দিন বেগমগঞ্জের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল ও আমজাদ ফেনীর একটি হোটেলে কাজ করতেন। শনিবার রাতে গ্রামের বাড়িতে আসার উদ্দেশ্যে মোয়াজ্জেমের অটোরিকশায় ওঠেন তারা। ভোর ৪টায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মোয়াজ্জেম ও সোহেলের মৃত্যু হয়। আহত আমজাদ ও ফোরকানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আমজাদ মারা যান।

হাতিয়ার হরনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আখতার হোসেন বলেন, বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সোহেল ও আমজাদের মরদেহ সকাল ১০টায় হাইওয়ে পুলিশ বুঝিয়ে দিয়েছে। আজ জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ওসি মৃদুল কান্তি কুরি বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। হাতিয়া উপজেলার নিহত দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরেকজন ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে। মরদেহ আসলে সুরহাতাল প্রস্তুত করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ