চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জুন ২০২২, ০৪:১১ PM , আপডেট: ১১ জুন ২০২২, ০৪:১১ PM
মৌলভীবাজারে পারাবত ট্রেনের পাওয়ার কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে সিলেট সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
শনিবার (১১ জুন) দুপুরে কমলগঞ্জের শমসেরনগর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে লাগা আগুন ছড়িয়ে পড়ে তিনটি বগিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস শমশেরনগর রেলস্টেশনের আউটারে পৌঁছালে পাওয়ার কারে আগুন লাগে। এরপর চালক ট্রেনটি থামিয়ে দেন। আগুন লাগা তিনটি বগি আলাদা করা হয়।আতঙ্কিত যাত্রীরাও ট্রেন থেকে নেমে পড়েন। খবর পেয়ে কুলাউড়া ও মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।
আরও পড়ুন: পরীক্ষা ভালো দিয়েছেন বেলায়েত, তবে....
ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন, আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। ট্রেন সংশ্লিষ্টরা আগুন লাগার পরপরই পাওয়ার কার থেকে অন্য বগিগুলোকে আলাদা করে দেয়ায় আগুন ট্রেনের অন্য বগিগুলোতে ছড়ায়নি।