০৩ জুন ২০২২, ২০:১৪

উন্নয়নবিরোধী রাজনীতিকদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে: শিক্ষামন্ত্রী

ডা. দীপু মনি  © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উন্নয়নবিরোধী রাজনীতিকদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে। যারা মানুষ হত্যা করে, ধ্বংস ও উন্নয়নবিরোধী রাজনীতি করে তাদের বাংলার মানুষ মেনে নেবে না। নারীরা রাস্তায় নেমেছে, তারা একত্রে বলছেন, এই অপশক্তিকে যেকোনো মূল্যে প্রতিহত করব।  

শুক্রবার (৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্য-ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় প্রার্থীর হাতের লেখা যাচাই হবে

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে অপতৎপরতা জোরদার করছে ৭৫’র অপশক্তি। তারা এমন সব আস্ফালন করছে যা পৃথিবীর কোনো রাজনীতিতে গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, ’৭৫-এর অপশক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার চেষ্টা চালয়েছিল কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশ থাকায় তারা বেঁচে গেছেন। সেই অপশক্তি তাদের দুজনকে নিশ্চিহ্ন করে দিতে অনেকগুলো বছর ধরে চেষ্টা করছে।