দেশের ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মে ২০২২, ০৩:০২ PM , আপডেট: ২৩ মে ২০২২, ০৩:০২ PM
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা ও খুলনার তাপমাত্রা শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশের ছয় বিভাগে বৃষ্টি হতে পারে। সোমবার (২৩ মে) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তিনি আরও জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।