আজও বিভিন্ন জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা

ভারী বর্ষণ
ভারী বর্ষণ   © সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘অশনি’ অনেকটাই বিদায় নিয়েছে। তবে এর প্রভাবে বেশ কয়েক দিন যাবত রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ‘অশনি’ বিদায় নিলেও সারাদেশে ঝড়বৃষ্টিসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার (১৩ মে) আবহাওয়াবিদ বজলুর রশীদ এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

ঢাকা ও এর আশপাশের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে। 

এদিকে বৃহস্পতিবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


সর্বশেষ সংবাদ