১০ মে ২০২২, ১৫:১০

বাংলাদেশের মাথাপিছু আয় ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা

রাজধানীর নিম্ন আয়ের মানুষ  © ফাইল ছবি

২০২১-২২ অর্থ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ ডলার হয়েছে। বাংলাদেশি টাকায় যা ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত অর্থ বছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার। টাকায় যা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। 

মঙ্গলবার (১০ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনা মন্ত্রী বলেন, গত বছর শেষে মানুষের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৯১ ডলার বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। অর্থাৎ প্রতি মাসে আয় ছিল ১৮ হাজার ৩১১ টাকা।

এই অর্থবছর শেষে সেটা হবে ২ হাজার ৮২৪ বলার বা ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। অর্থাৎ প্রতি মাসে হবে ২০ হাজার ১২২ টাকা। এই হিসেবে মাসে বাড়বে এক হাজার ৮১১ টাকা। ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৩২৬ ডলার বা ১ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা।

আরও পড়ুন: এমপিও নিষ্পত্তির সময় বাড়লো

মানুষের মাথাপিছু আয় বর্তমান বাজারের প্রকৃত চিত্র সঙ্গে সংগতিপূর্ণ কিনা এমন প্রশ্নে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘গ্রামের মানুষও যে যার মতো ভালো আছে, আনন্দে আছে, আনন্দ নিয়ে বাজার করছে। তাই মাথাপিছু আয় বর্তমান বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মনে হয় আমার।

‘আমাদের হিসেবে মাথাপিছু আয় ঠিক আছে। আয় বৃদ্ধিতে এবার ঈদে হাট বাজারে বেশি বেচাকেনা হয়েছে। গ্রামেও প্রত্যেকের হাতে মোবাইল-খালি পায়ে কেউ নেই। সবার আয় বেড়েছে।’