ছাত্রদের দাবি ‘মেনেছেন ব্যবসায়ীরা’, আজ খুলছে নিউমার্কেট

বুধবার রাতে বৈঠক শেষে সিদ্ধান্ত জানাচ্ছেন অধ্যাপক নেহাল আহমেদ
বুধবার রাতে বৈঠক শেষে সিদ্ধান্ত জানাচ্ছেন অধ্যাপক নেহাল আহমেদ  © সংগৃহীত

রক্তক্ষয়ী সংঘর্ষের পর সবপক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে খুলে দেওয়া হবে নিউমার্কেটের বিপণিবিতানগুলো। ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন। বুধবার (২০) রাতে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। এ সময় শিক্ষার্থীদের ন্যায্য দাবি ব্যবসায়ীরা মেনে নিয়েছে বলেও জানান নেহাল আহমেদ।

নিউমার্কেট দোকানমালিক সমিতি ও বাংলাদেশ দোকানমালিক সমিতির নেতারা, ঢাকা কলেজের শিক্ষক এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা এ বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) সভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পরপর দুদিন বন্ধ ছিল নিউমার্কেট। সমস্যা সমাধানে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক নেহাল আহমেদ সভাপতিত্ব করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে নিউমার্কেটসহ সব দোকানপাট খুলে দেওয়া হবে। ছাত্রদের ছুটি ও হলে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে কলেজ কর্তৃপক্ষ।

এ সময় শিক্ষার্থীদের দাবির বিষয়ে তিনি বলেন, ‘ছাত্রদের দাবিগুলোর প্রতি পূর্ণ শ্রদ্ধা রয়েছে আমাদের। প্রায় সব দাবিই যৌক্তিক। এ কারণে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবিগুলো মানা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিগগিরই মনিটরিং সেল গঠন করা হবে।’

আরো পড়ুন: ডিসি-এডিসি-ওসির প্রত্যাহারসহ ১০ দাবি ঢাকা কলেজ শিক্ষার্থীদের

নেহাল আহমেদ বলেন, ‘টানা দুদিনের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে, মারাও গেছেন একজন। আহত ও নিহতের পরিবারের সঙ্গে দেখা করবে ব্যবসায়ী প্রতিনিধি দল। একই সঙ্গে আর্থিক সহযোগিতা দেওয়া হবে তাদের।’ এ সময় শিক্ষার্থীদের সঙ্গে দোকানকর্মীদের সংঘর্ষের পেছনে কোনো তৃতীয়পক্ষের উস্কানি ছিল বলে দাবি করেন নেহাল আহমেদ। তিনি বলেন, ‘পুলিশ জানিয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

বৈঠক শেষে ডিবির যুগ্ম কমিশনার মাহাবুব আলম ছাত্রদের অভিযোগের বিষয়ে বলেন, ‘ঢাকা কলেজে ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনাটি দুঃখজনক। এতে অনেকে আহত হয়েছেন, মারাও গেছেন একজন। আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’

তিনি আরো বলেছেন, ‘ছাত্রদের অনেকগুলো যৌক্তিক দাবির কথা বৈঠকে উঠে এসেছে। আমরা সেগুলো সমাধানের চেষ্টা করেছি। পুলিশের বিরুদ্ধে ছাত্ররা যে অভিযোগ করেছেন, তা তদন্ত করে দেখা হবে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence