১৯ এপ্রিল ২০২২, ১৬:১২

ছাত্রদের সঙ্গে পুলিশের আচরণ নমনীয় হবে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার  © সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, টেকনিক্যাল কারণে ছাত্রদের সঙ্গে পুলিশের আচরণ নমনীয় হবে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক সভায় তিনি এ তথ্য জানান।

পুলিশ কেন আগে ব্যবস্থা নেয়নি প্রশ্নে তিনি বলেন, ছাত্রদের মোকাবিলায় পুলিশের বেশ কিছু সাবধানতা অবলম্বন করা লাগে। এটা সাধারণ কোনো গেদারিং নয় যে, গুলি করে তাদের সরিয়ে দিলাম। ছাত্ররা তাদের ১০ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছে।

ডিএমপি কমিশনার বলেন, শ্রমিকদের বুঝিয়ে মার্কেটে ঢোকানোর চেষ্টা করছি। আইজিও কথা বলেছেন ডিসির সঙ্গে। আমাদের মূল লক্ষ্য হলো একটা পক্ষকে নিবৃত্ত করা। কিন্তু আশপাশের শ্রমিকরাও নেমে পড়েছে।

শফিকুল ইসলাম বলেন, এখান থেকে ঘটনাটি যত সহজ মনে হচ্ছে, বাস্তবে তা নয়, জটিল আকার ধারণ করেছে। শুধু নিউমার্কেট নয়, চারপাশের সব মার্কেটের লোকজন নেমে পড়েছেন। যেখান থেকেই খবর পাচ্ছি, সেখানেই পুলিশ পাঠাচ্ছি। সাধারণভাবে গুলি করে বা শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ বুদ্ধির কাজ না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

আরও পড়ুন : নুরজাহান-চন্দ্রিমা মার্কেটে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যবসায়ীদের একমুখী উসকানিতে এ সংঘর্ষ শুরু হয়েছে। কলেজ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যবসায়ীদের একগুঁয়েমি ও হিংস্র আচরণের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।

এদিকে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকা কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল দুপুর ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে আসেন।

নিউমার্কেটে প্রবেশের আগেই তাদেরকে দেখে ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তারা নিউ মার্কেটের বিভিন্ন ভবন ও রাস্তা থেকে এলোপাতাড়িভাবে শিক্ষকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন।

গতকাল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান ব্যবসায়ীরা। শিক্ষার্থীর দাবি, এদিন রাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী রাত ১২টার দিকে নিউমার্কেটে কেনাকাটা করতে যান। কেনাকাটা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে যান ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ব্যবসায়ীদের দাবি, ‘ঢাকা কলেজের কয়েকজন ছাত্র রাতে একটি ফাস্টফুডের দোকানে খাবার খান। তবে টাকা না দিয়েই তারা চলে যাচ্ছিলেন। এ নিয়ে ছাত্রদের সঙ্গে তর্কাতর্কি হয় দোকানের লোকজনের। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা দোকান ভাঙচুর করেন। পরে ব্যবসায়ীরা একসঙ্গে বের হন বলে দাবি তাদের।