২৮ মার্চের হরতালে গণপরিবহন চলবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ১১:০৭ PM , আপডেট: ২৬ মার্চ ২০২২, ১১:২৪ PM
বাম জোটের ডাকা আগামী ২৮ মার্চের হরতালের মধ্যেও বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বরাত দিয়ে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ মার্চের হরতালের বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার ঢাকা সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় হরাতালের দিনও সারা দেশে বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞপ্তি খন্দকার এনায়েত উল্যাহ বলেন, অযৌক্তিক ও খোড়া অজুহাতে ডাকা হরতাল পরিবহন মালিক সমিতি সমর্থন করবে না। হরতাল উপেক্ষা করে ২৮ মার্চ অভ্যন্তরীণ ও আন্তঃজেলার সব রুটে বাস চলাচল করবে।
সভায় উপস্থিত ছিলেন, সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া টার্মিনালের মালিক-শ্রমিক নেতাসহ ঢাকার প্রায় সব বাস ও রুটের মালিকগণ।
প্রসঙ্গত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী ২৮ মার্চ আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।