বিদেশগামীদের ৭ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে আসতে হবে
কোভিড-১৯ টেস্টের জন্য বিদেশগামী যাত্রীদের ৭-৮ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে আসতে হবে। স্বাস্থ্য সেবা বিভাগের এক সভা থেকে সর্বসাধারণের প্রতি বৃহস্পতিবার (১০ মার্চ) এই নির্দেশনা জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিদেশগামী যাত্রীরা বিলম্বে আগমন করায় কোভিড-১৯ টেস্টের রিপোর্ট ডেলিভারিতেও প্রতিফলন ঘটছে। এ সমস্যা সমাধানে যাত্রীদের ৭-৮ ঘণ্টা পূর্বে আসতে হবে।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্বাস্থ্যমন্ত্রী
এ সময়ের মধ্যে না আসলে এ সংক্রান্ত জটিলতার সৃষ্টি হলে তার দায় যাত্রীদেরকেই নিতে হবে। এছাড়া সঠিক সময়ে রিপোর্ট প্রদান করার পর যদি যাত্রী ফ্লাইট মিস করে তার দায়ভারও যাত্রীকেই নিতে হবে বলেও নির্দেশনায় জানানো হয়।
আরও পড়ুন: সাঁতার শিখতে বিদেশ যাবেন ১৬ কর্মকর্তা! ব্যয় ৫০ লাখ
এদিকে, টিকার ‘পূর্ণ ডোজ’ নেওয়া থাকলে বাংলাদেশে আসতে কোভিড পরীক্ষার প্রয়োজন হবে না বলে মঙ্গলবার পৃথক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোনো টিকার পূর্ণ ডোজ (সিঙ্গেল ডোজ বা বা ডাবল ডোজ) যারা নিয়েছেন, তাদের বাংলাদেশ আসতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে হবে না। তবে যাত্রীদের টিকাগ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে।