১৭ এপ্রিলের মধ্যে সব মুক্তিযোদ্ধা ডিজিটাল পরিচয়পত্র পাবেন: মন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৫:৪৬ PM , আপডেট: ০৫ মার্চ ২০২২, ০৬:১৯ PM
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ১৭ এপ্রিলের মধ্যে দেশের সব মুক্তিযোদ্ধাকে ডিজিটাল পরিচয়পত্র ও সার্টিফিকেট দেয়া হবে। এই কার্যক্রম শুরু হবে ২৬ মার্চ থেকে।
শনিবার (৫ মার্চ) মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ ঢাকা জেলা পশ্চিম অঞ্চলের মুক্তিযোদ্ধাদের এক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা জানান তিনি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুল রহমান, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জামাল মহিউদ্দিন, সংসদ সদস্য শাহজাহান খান, নাইমুর রহমান দুর্জয় ও মমতাজ বেগম।
মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, বিএনপি দাবি করে খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা। তারা এই মিথ্যাচার করে নিজেদের দোষ ঢাকতে চায়। জিয়াউর রহমান মুজিব সরকারের আওতায় যুদ্ধ করতে চাননি। বরং তিনি পাকিস্তানের সাথে আঁতাত করে খুনি মোস্তাকের সাথে হাত মিলিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন।