ফেসবুকের চেয়ে গণপরিবহনে নারীরা বেশি যৌন হয়রানির শিকার হন

গণপরিবহনে যৌন হয়রানি
গণপরিবহনে যৌন হয়রানি  © ফাইল ফটো

ফেসবুকসহ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের চেয়ে নারীরা গণপরিবহনে বেশি যৌন হয়রানির শিকার হন। সম্প্রতি আঁচল ফাউন্ডেশনের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

সারা দেশের এক হাজার ১৪ জন নারীর উপর এই সমীক্ষা পরিচালনা করা হয়। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে সমীক্ষার ফলাফল তুলে ধরা হয়।

আঁচলের তথ্য বলছে, বিভিন্ন সামজিক যোগাযোগের প্ল্যাটফর্মে ৪৩ দশমিক ৮৯ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হন। আর গণপরিবহনে যৌন হয়রানির শিকার হন ৬৪ দশমিক ৯২ শতাংশ নারী।

সমীক্ষা বলছে, গণপরিবহন হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাস। তবে সমীক্ষায় অংশ নেয়া নারীরা হয়রানির স্থান হিসেবে বাস এবং বাসস্ট্যান্ড দুটোকেই উল্লেখ করেছেন। সে হিসেবে হয়রানির পরিমাণ আরও বেশি। বাস ও বাসস্ট্যান্ড মিলিয়ে ৮৪ দশমিক ১০ শতাংশ নারী যৌন হয়রানির কথা উল্লেখ করেছেন।

সমীক্ষায় অংশ নেয়া নারীরা বলছেন, তাদের মধ্যে ৬৪ দশমিক ৯২ শতাংশ নারী যৌন হয়রানি হসেবে আপত্তিকর স্পর্শের কথা উল্লেখ করেছেন। আর ২০ দশমিক ০৪ শতাংশ নারী কুদৃষ্টি এবং অনুসরণের শিকার হয়েছেন।

তবে ট্রেন ও রাইড শেয়ারের ক্ষেত্রে যৌন হয়রানির পরিমাণ কম হয় বলে সমীক্ষায় উঠে এসেছে। ট্রেন ও রেলস্টেশনে ৪ দশমিক ৫৮ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। রাইড শেয়ারিংয়ে এই সংখ্যা ১ দশমিক ৫৩ শতাংশ।


সর্বশেষ সংবাদ