৩ দিনের মধ্যে হতে পারে বৃষ্টি

বৃষ্টি
বৃষ্টি  © সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আবহাওয়া শুষ্ক থাকবে। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এসময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।  

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।এছাড়া তিনদিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ঝড়ে উপড়ে গেছে বিজ্ঞানী নিউটনের সেই আপেল গাছ!

এদিকে, মঙ্গলবার ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে রাজারহাটে ১০ মিলিমিটার, তেঁতুলিয়ায় ৭ মিলিমিটার ও সিলেটে ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিন দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 


সর্বশেষ সংবাদ