২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৩

অর্ধেক জীবন খালি পায়ে হাঁটা ‘মুজিবপাগল’ ইসহাক মারা গেছেন

মো. ইসহাক শরীফ  © সংগৃহীত

বরগুনার তালতলীর ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা মো. ইসহাক শরীফ (৯২) মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস করেন। তিনি চার ছেলে ও ও চার মেয়ে রেখে গেছেন।

ইসহাক শরীফের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউপি চেয়ারম্যান মু. তৌফিকউজ্জামান তনু।

শোক বার্তায় তারা বলেন, মুজিবপাগল মো. ইসহাক শরীফের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে উপজেলা আওয়ামী লীগ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা কিছুতেই মেনে নিতে পারেননি মো. ইসহাক শরীফ। বঙ্গবন্ধুকে হত্যার খবর পেয়ে তিনি কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন: মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস

শেখ মুজিবকে হারানোর শোক বুকে ধারণ করে সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় সাড়ে ৪৬ বছর তিনি খালি পায়ে হাঁটতেন ও কালো পোশাক পরতেন। সোমবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুর আগে কালো পোশাক ও খালি পায়ে হাঁটার বিষয়ে গণমাধ্যমকে ইসহাক জানিয়েছেন, অনেকেই অনেক কিছু ধারণা করেন। আমরা মুসলমানরা হজরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথের অনুসারী। ঠিক আমিও তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, দেশপ্রেম ও বলিষ্ঠ নেতৃত্বের অনুসারী।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার খবর শুনে আমি ধানমন্ডির বাসায় গেলেও মিলিটারিদের ভয়ে ভেতরে ঢুকতে পারিনি। তখন অনেককেই বলতে শুনেছি, বঙ্গবন্ধুর অনুসারী আছে কারা, তাদেরও হত্যা করা হবে। সেই সময় আমি বরগুনা চলে আসি, কিন্তু তার মৃত্যু আমাকে ভিতর থেকে পুড়িয়ে মারছিল। তাই আমি পণ করি তার হত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমি আমৃত্যু এভাবেই কালো পোশাক ও খালি পায়ে থাকব।