১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২২

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইউএনও’র পাঠশালা, নিয়মিত চলবে পাঠদান

ইউএনও'র পাঠশালায় পাঠদান করছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ইউএনও স.এম মঞ্জুরুল হক।  © সংগৃহীত

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঠাঁই পাওয়া হতদরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে "ইউএনও'র পাঠশালা" চালু করা হয়েছে। এখানে নিয়মিত পাঠদান করা হবে।

বুধবার(১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চিওড়া আশ্রয়ণ প্রকল্পের শিশুদের অংশগ্রহণে পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও এস.এম মঞ্জুরুল হক।

আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু স্কলার’ হিসাবে নির্বাচিত খুবি শিক্ষার্থী রূপক

এসময় ঘন্টাব্যাপী শিশুদের অক্ষরজ্ঞান প্রদান করেন ইউএনও। পাঠদান কার্যক্রম শেষে ইউএনও এস.এম মঞ্জুরুল হক বলেন, 'পড়ালেখার প্রতি আশ্রয়ণের শিশুদের আগ্রহ দেখে আমি মুগ্ধ। চৌদ্দগ্রামের প্রতিটি আশ্রয়ণে নিয়মিত এ পাঠশালা চলবে ‘

এছাড়া তিনি আরও জানান, আমাদের একটু যত্ন পেলে সুবিধাবঞ্চিত এ শিশুরা আর পিছিয়ে থাকবে না। তারা আমাদের সমাজের বোঝা না হয়ে রত্নে পরিণত হবে। শিক্ষা ও জ্ঞানের মশাল জ্বালিয়েই আমাদের সোনার বাংলা গড়তে হবে। সকলকে নিয়েই আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।'

আরও পড়ুন: শিক্ষার্থীরা যা পড়েছে তার ওপরেই ঢাবির ভর্তি পরীক্ষা: উপাচার্য

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে অসহায় হতদরিদ্র পরিবারের মেধাবী এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মঞ্জুরুল হক। এসময় তিনি ঐ শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। বাল্যবিয়ের অভিশাপ থেকে নিজেকে বাঁচিয়ে দারিদ্র্যর শত প্রতিকূলতা ভিঙিয়ে উজ্জ্বল ভবিষ্যতের পথ জয় করে দৃপ্ত পায়ে সামনের দিকে এগিয়ে যেতে ইউএনও এসএম মঞ্জুরুল হকের মানবিক সহযোগিতা ওই শিক্ষার্থীর জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে এলাকার সকলেই মত প্রকাশ করেছেন।