থ্রি হুইলার-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ফেরদৌস বেপারী (১৮) নিহত হয়েছেন। একই ঘটনায় পুলিশ কনস্টেবলসহ আহত হয়েছেন তিন জন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া এলাকার মিজান বেপারীর ছেলে এবং আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র।
আরও পড়ুন: চবিতে ১২ ফুট লম্বা রাজ গোখরা উদ্ধার
আহতরা হলেন- মোটরসাইকেলের আরোহী নাহিয়ান, থ্রি হুইলারের যাত্রী পুলিশ কনস্টেবল আব্বাস আলী ও চালক হাকিম আলী।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন বলেন, ‘থ্রি হুইলার বরিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেল গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। বাটাজোর কবিবাড়ি ব্রিজের কাছে পোঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল চালক ফেরদৌসকে উজিরপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের বরিশাল মেডিক্যাল ভর্তি করা হয়েছে।’
এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে, জানান হাইওয়ে থানার এ কর্মকর্তা।