দেশি টিউলিপ বাগান দেখতে গেলেন ভিনদেশি রাষ্ট্রদূত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬ PM , আপডেট: ০৬ মার্চ ২০২২, ০৫:১৯ PM
ফুলটির নাম টিউলিপ। শীতপ্রধান দেশে ফুলটি হরহামেশাই দেখা যায়। কিন্তু গ্রীষ্মমণ্ডলীয় দেশে এর দেখা পাওয়া প্রায় অসম্ভব। ‘প্রায় অসম্ভব’কেই সম্ভব করে দেখিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামের কৃষক দেলোয়ার হোসেন। তাঁর বাগানজুড়ে ফুটেছে রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ। দেশের নানা প্রান্ত থেকে মানুষ যাচ্চে তার বাগান দেখতে।
আরও পড়ুন: উৎক্ষেপনের অপেক্ষায় দেশে তৈরী প্রথম রকেট
শুক্রবার গাজীপুরের শ্রীপুরে টিউলিপ বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত পাওলা রোস সিনড্রেলা।
পরে তিনি বেশ কিছু সময় ধরে টিউলিপ বাগান ঘুরে দেখেন। বাংলাদেশে এমন একটি নান্দনিক টিউলিপ ফুলের বাগান দেখে তিনি কিছুক্ষণের জন্য নিজের দেশের পরিচিত টিউলিপ রাজ্যে হারিয়ে যান বলে মন্তব্য করেন। রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন ও সেলিনা হোসেন শেলীর পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন। এটা একটা দারুণ আশ্চর্যজনক সাফল্য তাদের।
ভবিষ্যতে আরও বড় পরিসরে টিউলিপ ফুল চাষে তার রাষ্ট্রের পক্ষ থেকে নানা সহযোগিতার ব্যাপারেও কথা বলেন। নেদারল্যান্ডস থেকে খুব সহজেই যেন বীজ আমদানি করতে পারে সে ব্যাপারেও সহায়তা করা হবে বলে বলে তিনি আশ্বাস দেন।
ফুল চাষি দেলোয়ার হোসেন জানান, আমরা এবার নিয়ে তৃতীয়বার টিউলিপ ফোটাতে সক্ষম হয়েছি। প্রথমবার অল্প পরিসরে করলেও এবার একটু বড় পরিসরে করেছি। এবার আমাদের কাছ থেকে পঞ্চগড়ের তেতুলিয়ার ইউএসডির একটি প্রকল্প পিকেএসপি সংস্থার মাধ্যমে চল্লিশ হাজার বাল্ব (বীজ) নিয়ে বিভিন্ন খামারিদের মাধ্যমে চাষ করাচ্ছে টিউলিপ।
এ দিকে যশোর বিএডিসি আমাদের কাছ থেকে পাঁচ হাজার বাল্ব (বীজ) নিয়ে পরীক্ষামূলক চাষ করছে টিউলিপ। এ ফুল চাষে আমাদের পক্ষ থেকে চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এবার আমরা ৭০ হাজার টিউলিপ বাল্ব (বীজ) নেদারল্যান্ডস থেকে সংগ্রহ করেছি। যার পঁচিশ হাজার আমাদের নিজেদের মৌমিতা ফ্লাওয়ার্সে রোপণ করেছি।
দেলোয়ার জানান, এর আগে দেশে প্রথমবারের মতো বড় পরিসরে জারবেরা ফুল চাষ শুরু করেছিলেন তিনিই। এখন জারবেরা ফুল বাংলাদেশের বিভিন্ন জেলায় চাষ হচ্ছে। জারবেরার ব্যবহৃত হচ্ছে এখন প্রায় সব অনুষ্ঠানে। সেটিও তিনি নেদারল্যান্ডস থেকে নিয়ে এসে বাংলাদেশ বিশেষ পদ্ধতিতে চাষ শুরু করেছিলেন। এসব চাষাবাদের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার।
আরও পড়ুন: উদাও হয়ে গেছে কয়েক কোটি জন্মসনদের তথ্য
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এস এম মূয়ীদুল হাসান বলেন, সকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত দেলোয়ারের টিউলিপ বাগান পরিদর্শনে আসেন। এ সময় অতিরিক্ত পরিচালক কৃষি অধিদপ্তর ঢাকা অঞ্চল ঢাকা এম বশির আহমেদ ও উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর সাইফুল ইসলাম সঙ্গে ছিলেন।
তিনি আরো বলেন, ডাচ রাষ্ট্রদূত নানা সহায়তার আশ্বাস দেন। টিউলিপকে নিয়ে দেলোয়ারের মতো আমাদেরও অনেক স্বপ্ন রয়েছে। আশা করি এ দেশেও টিউলিপ ফুলের এক স্বর্গরাজ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি।