দুই সন্তানকে বাঁচিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মা
বিদ্যুৎস্পৃষ্ট দুই সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
মৃত মায়ের নাম নাসিমা আক্তার (৩৫)। সে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজনবাড়ির বাসিন্দা নুরুল আফসারের স্ত্রী।
আরও পড়ুন: তীব্র সেশনজটের হতাশায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা
জানা গেছে, সম্প্রতি মায়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন নাসিমা। তার পাঁচ বছরের মেয়েশিশু খুশি আক্তার না বুঝে বিদ্যুতের সকেটে আঙুল ঢুকিয়ে দেয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে রক্ষা করতে গিয়ে সাত বছরের ছেলে হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হয়। দুই সন্তানের বিদ্যুৎস্পৃষ্ট দেখে নাসিমা দৌড়ে এসে তার সরাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়।
আরও পড়ুন: দোকানদার ছাড়াই দোকান চলছে ঢাবিতে
নাসিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন জাফর। তিনি বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে একে একে দুই সন্তানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে দুজনকে ছাড়াতে যান। দুই সন্তানের পায়ে জুতা থাকলেও নাসিমার পায়ে জুতা ছিল না। এ কারণে খুব দ্রুত বিদ্যুতায়িত হয়ে নাসিমা মারা গেছেন। রাতেই তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বলেন, এ ধরনের ঘটনা থানায় এখন পর্যন্ত কেউ জানায়নি।