করোনায় আক্রান্ত শাজাহান খান

শাজাহান খান
শাজাহান খান  © সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন।

তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে শাজাহান খান মাদারীপুর নিজ বাসভবনে অবস্থান করছেন। গত দুই দিন ধরে তার ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। পরে অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা সংক্রমণ শনাক্ত হয়।

ডা. ইকরাম হোসেন আরও বলেন, শাজাহান খানকে ১০ দিন আইসোলেশনে থাকতে বলা হয়েছে। এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ওমিক্রণ খুব দ্রুত ছড়ায়। ওমিক্রণের প্রভাবে বাংলাদেশ করোনার তৃতীয় ঢেউ অতিক্রম করছে। গতকাল করোনায় দেশে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে। শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ।


সর্বশেষ সংবাদ