মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রতিবেদন ফের পেছাল

মোসাররাত জাহান মুনিয়া
মোসাররাত জাহান মুনিয়া  © ফাইল ফটো

কলেজছাত্রী মোসাররাত জাহান মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত প্রদিবেদন দাখিলের সময় ফের পেছানো হয়েছে। আজ রবিবার (১৬ জানুয়ারি) পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় আদালত আগামী ২ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

এই মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান চৌধুরীসহ ছয়জনকে অভিযুক্ত করে মামলা করেছিলেন মুনিয়ার বড় বোন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ

গত বছরের ৬ সেপ্টেম্বর মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া ঢাকার ৮ম নারী ও শিশু নির্যতন ট্রাইব্যুনালে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, চেয়ারম্যানের স্ত্রী আফরোজা আক্তার, সায়েম সোবহানের স্ত্রী সাবরিনা সোবহান, মডেল পিয়াসা, মিম, ফ্লাটের মালিক ইব্রাহিম ও তার স্ত্রী শারমিন আক্তারের নামে মামলা করেন।

মামলার প্রাথমিক শুনানি শেষে বিচারক মাফরুজা পারভীন গুলশান থানা পুলিশকে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

আরও পড়ুন: এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চিন্তা করছি না

এই মামলা থেকে গত বছরের ১৮ আগস্ট সায়েম সোবহামকে খালাস দেন ঢাকার একটি আদালত। বাদীর নারাজি আবেদনও খারিজ করে দেয়া হয়।

প্রসঙ্গত, গত বছরের ২৬ এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। তখন প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছিল মুনিয়ার সাথে প্রায় দুইবছর ধরে সম্পর্ক ছিল বসুন্ধরা গ্রুপের এমডির।


সর্বশেষ সংবাদ