বেপরোয়া এনা চাপা দিলো মাইক্রোবাসকে
রাজধানীর খিলক্ষেতে এনা পরিবহনের একটি বাস রাস্তার ডিভাইডার ভেঙে অপর পাশের একটি মাইক্রোবাসকে চাপা দিয়েছে। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বাসের সামনের একটি চাকাসহ কিছু অংশ মাইক্রোবাসের উপর উঠে পড়েছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটেনি। তবে মাইক্রোবাসের চালক হাতে আঘাত পেয়েছেন।
আরও পড়ুন- সিনিয়র অফিসার পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
ট্রাফিক সার্জেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, এনা পরিবহনের বাসটি মহাখালী থেকে ছেড়ে আসে। পথের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। ডিভাইডার ভেঙে উপরে উঠে যাওয়ায় বিপরীত পাশ থেকে আসা একটি মাইক্রোবাসে ধাক্কা লাগে। তিনি আরও জানান, পুলিশ এসে এনা পরিবহনের চালককে পায়নি। বাসের যাত্রীরাও ছিল না। মাইক্রোবাসটির চালক হাতে আঘাত পেয়েছেন। এতে আরও চারজন যাত্রী ছিলেন, তারা সুস্থ আছেন। দুর্ঘটনার কারণে বিমানবন্দর সড়কের দুই পাশেই যানজট দেখা দিয়েছে বলে জানান তিনি।
‘রোড় সেফটি ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন জানায়, রাজধানীতে চলতি বছর গত ১১ মাসে ১১৪টি সড়ক দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬২ জন পথচারী এবং মোটরসাইকেলচালক ও আরোহী ৩৩ জন। বাকি ২৪ জন অন্যান্য পরিবহনের যাত্রী ও আরোহী।
আরও পড়ুন- বিদায়ী বছরে হারিয়েছি যেসব শিক্ষাবিদদের
সংগঠনটি জানায়, রাজধানীতে যানজটের কারণে প্রতিদিন নগরবাসীর ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এ কারণে দেশের বার্ষিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ হাজার কোটি টাকা।
এদিকে বেপরোয়া গাড়ির কারণে শিক্ষার্থী নিহতের ঘটনায় বেশ কিছুদিন ধরে আন্দোলন করেছেন ছাত্র-ছাত্রীরা। আন্দোলনের সময় শিক্ষার্থীরা ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্স ছাড়া চালকদের শনাক্ত করে। পরে ট্রাফিক পুলিশ তাদের জরিমানা করে।