রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১০:৫৭ AM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১, ১০:৫৭ AM
রাজধানীর বিভিন্ন এলাকায় আজ ১২ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি মেরামতের কাজের জন্য গ্যাস সরবারহে সমস্যা হবে। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস গ্যাস। গতকাল এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের কাজের জন্য মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা রাজধানীর কয়েকটি এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলোর মধ্যে আছে রাজধানীর ভূতেরগলি, হাতিরপুল, সেন্ট্রাল রোড, ফ্রি স্কুল স্ট্রিট এলাকা। পাশাপাশি এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকবে।
আরও পড়ুন- বিদায়ী বছরে হারিয়েছি যেসব শিক্ষাবিদদের
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কোম্পানির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাইকিং করেও গ্যাস সরবরাহ বন্ধ থাকার তথ্য প্রচার করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড বাংলাদেশের বৃহত্তর ঢাকা, বৃহত্তর ময়মনসিংহ এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে গ্যাস সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় এবং পেট্রোবাংলার অধীনে তিতাস গ্যাস তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তিতাস ১৯৬৪ সালের ২০ নভেম্বর কোম্পানী আইনের আওতায় যৌথ তহবিল কোম্পানী হিসাবে আত্মপ্রকাশ করে। ১৯৬৮ সালের ২৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবারহের মাধ্যমে তিতাস গ্যাসের কার্যক্রম শুরু হয়। পাইপলাইন মেরামতের জন্য মাঝে মাঝে এরকম নির্দিষ্ট সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকে।