এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন
এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন  © সংগৃহীত

২০২২ সালের এসএসসি পরীক্ষায় ২০২১ সালের মতো সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে দিনাজপুরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় হাকিমপুর প্রেসক্লাবের সামনে শতাধিক পরীক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ৩০ শতাংশ সিলেবাস করার দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ফেসবুকে পোস্ট দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, এসএসসি শিক্ষার্থীরা ২০২১ সালের মতো সংক্ষিপ্ত ৩০ শতাংশ সিলেবাসে গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা নেয়ার দাবি জানান।

মহামারি করোনা ভাইরাসের কারণে নবাগত দশম শ্রেণির শিক্ষার্থীদের নবম শ্রেণিতে থাকাকালীন সময়ে তেমন আহামরি শিক্ষালাভ না হওয়ায় শর্ট সিলেবাস এর দাবি জানায় শিক্ষার্থীর।

আরও পড়ুন: ছাত্রী হলের সামনে অনৈতিক কর্মকাণ্ড, দেখে ফেলায় যুবককে মারধর

শিক্ষার্থীরা জানান, করোনা মহামারীর কারণে গত বছর সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকায় আমরা সিলেবাস শেষ করতে পারিনি। যেহেতু বেশিরভাগ শিক্ষার্থী বিদ্যালয়ে পড়াশুনার উপর নির্ভরশীল। ২০২১ এর এসএসসি পরীক্ষার্থীরা বিশেষ বিবেচনায় যেভাবে গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে আগামী এসএসসি ২০২২ সালের গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে শতকরা ৩০ ভাগ সিলেবাসের পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীরা আরও জানায়, তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা ফের আন্দোলনের কর্মসূচি নিয়ে রাস্তায় নামবে।

আরও পড়ুন: আত্মহত্যা ঠেকাতে হোস্টেল থেকে খোলা হচ্ছে সিলিং ফ্যান!

আজ শনিবার (১৮ ডিসেম্বর) জেলার মানববন্ধনে দিনাজপুর জিলা স্কুল, বাংলা স্কুল, সেন্ট ফিলিপস্ হাই স্কুল, রয়েল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, কালেকরেট স্কুল, কেরী মেমোরিয়াল স্কুল, সেন্ট যোসেফ’স স্কুল, চেহেলগাজী শিক্ষা নিকেতন, মহারাজা স্কুল ও ইকবাল স্কুলসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখে এসএসসি পরীক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ