ইজিবাইকের চাকায় মাফলার পেঁচিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রতীকী
প্রতীকী  © ফাইল ছবি

হাফেজ হওয়াার স্বপ্ন পূর্ণ হলো না ঠাকুরগাঁওয়ে সিদ্দিক হাসানের (১৩)। ইজিবাইকের চাকায় মাফলার পেঁচিয়ে মৃত্যু হয়েছে এই মাদ্রাসা ছাত্রের। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের বেলতলায় এ দুর্ঘটনা শিকার হয় ওই কিশোর।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত সিদ্দিক সদর উপজেলার মোহম্মদপুর ইউনিয়নের পশ্মমপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। সে রহিমানপুর ইউনিয়নের দিঘিডাঙ্গীতে অবস্থিত মদিনাতুল উলুম হাফেজিয়া মাদরাসার ছাত্র। হাসান ২৩ পারা কোরআন হিফজ করেছিল।

আরও পড়ুনসড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মত্তালেব জানান, সকালে সদরের ভাউলার হাটে তার নিজের ইটভাটার উদ্বোধনী অনুষ্ঠান ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে মাদরাসার ১৮ ছাত্রকে কোরআন তেলাওয়াতের জন্য নিয়ে যাওয়া হয়। কোরআন তেলাওয়াত ও ভাটার উদ্বোধন শেষে মাদরাসায় ফেরার পথে ইজিবাইকের চাকায় মাফলার পেঁচিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ইজিবাইকের চাকায় মাফলার পেঁচিয়ে এক মাদ্রাসা ছাত্রের মারা গেছে। তার মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ