নৌকায় জালভোট দিতে এসে ধরা ৭ শিক্ষার্থী

  © সংগৃহীত

পাবনার চাটমোহরের ফৈলজানা ইউনিয়নে নৌকায় জালভোট দিতে এসে ৭ স্কুলশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ নভেম্বর) দুপুরে ফৈলজানা ইউনিয়নের ইদুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৬ জনকে ও কচিয়া প্রাইমারি বিদ্যালয় থেকে ১ জনসহ ৭ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো একদন্ত বাজারের জহির উদ্দিনের ছেলে কয়রাবাড়ি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইমরান হোসাইন (১৮), দুবলিয়া পাড়া গ্রামের ইন্তাজ আলী ছেলে কয়রাবাড়ি উচ্চবিদ্যালয়ের এসএসি পরীক্ষার্থী শাকিল ইসলাম (১৮), ইদুরপুর গ্রামের আহমেদ প্রামাণিকের ছেলে ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোস্তফা কামাল (১৯), ইদুলপুর গ্রামের নূর ইসলামের মেয়ে কুয়াবাশী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী খাদিজা (১৪), ইদুলপুর গ্রামের মোফাজজ্জল হোসেনের মেয়ে ধানুয়াঘাটা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রোজিনা ইসলাম (১৪), ইদুলপুর গ্রামের হাসান আলীর মেয়ে ধানুয়াঘাটা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী জাহিমা হাসান (১৪), ধানুয়াঘাটা স্কুলের শিক্ষার্থী অষ্টম শ্রেণির ছাত্রী হুমায়রা খাতুন (১৪)।

চাটমোহর থানা পুলিশের এটিও সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুলশিক্ষার্থীরা জালভোট দিতে এলে পুলিশের সদস্যরা তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা গেছে তারা সবাই নৌকার প্রার্থী হানিফ উদ্দিনের পক্ষে ভোট দিতে আসছিল।

প্রিসাইডিং কর্মকর্তা কামরুজ্জামান বলেন, জালভোট দেওয়ার অভিযোগে এই কেন্দ্র থেকে ছয়জনকে আটক করা হয়েছে। তারা সবাই স্কুলশিক্ষার্থী। সবাইকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হবে।

চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসাইন বলেন, সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না। কেন্দ্রে গিয়ে জালভোট দেওয়ার সুযোগ নেই। কেউ জালভোট দিলে তাকে আইনের আওতায় আনা হচ্ছে। যাদের আটক করা হয়েছে, তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


সর্বশেষ সংবাদ