বাসে হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত কাল: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের  © ফাইল ফটো

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার যে দাবি উঠেছে সেটি নিয়ে সরকার ভাবছে। শনিবারের মধ্যে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব হবে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাস মালিকরা হাফ ভাড়া নিতে রাজি নন। তারা বলছেন বেসরকারি বাসে সরকার ভর্তুকি দিচ্ছে না। ভর্তুকি না দিলে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়া সম্ভব নয়। বিআরটিএর পক্ষ থেকে মালিকদের কাছে প্রস্তাব চাওয়া হয়েছে৷ দেখে যাক কি হয়।

এদিকে সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিকে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে একটি প্রস্তাব দিতে বলা হয়েছে। এজন্য তাদের এক সপ্তাহ সময় দিয়েছে বিআরটিএ।


সর্বশেষ সংবাদ