‘হাফ ভাড়া’ দাবিতে আব্দুল্লাপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাফ পাস বাস ভাড়ার দাবিতে আব্দুল্লাপুরে সড়ক  অবরোধ
হাফ পাস বাস ভাড়ার দাবিতে আব্দুল্লাপুরে সড়ক অবরোধ   © সংগৃহীত

হাফ পাস বাস ভাড়ার দাবিতে আব্দুল্লাপুরের সড়ক বন্ধ করে অবরোধ করেছে উত্তরার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আব্দুল্লাপুর সড়ক অবোরোধ করে রাখে শিক্ষার্থীরা।

এ সময় আব্দুল্লাহপুরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা কোন বাস বা গাড়ি ভাঙচুর করেনি।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জানান, হাফ পাস বাস ভাড়ার দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখে দুপুর ২ টা পর্যন্ত। পরে আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। 

উল্লেখ্য, সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার পর বাস ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা বেশ কিছু দিন ধরে হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ করছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি বাস মালিক সমিতি বা সরকার। তবে শিক্ষার্থীরা প্রতিদিনই রাজধানীর কোথাও না কোথাও আন্দোলন করছে।


সর্বশেষ সংবাদ