আট বছরেও শেষ হয়নি শিক্ষক কামরুল হত্যার বিচার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ০৩:৩০ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২১, ০৩:৩০ PM
ফরিদপুরের বোয়ালমারী চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলাম হত্যাকাণ্ডের আট বছর অতিবাহিত হলেও বিচার কাজ শেষ হয়নি। এতে হতাশায় ভুগছে নিহতের পরিবার। বিচার বিভাগের প্রতি তাদের আর্তি দ্রুততম সময়ে এ হত্যাকাণ্ডের বিচার শেষ করে প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার।
মামলার বাদী নিহতের ভাই এস এম খায়রুল ইসলাম বলেন, ২০১৩ সাল ২৫ নভেম্বর বেলা তিনটার দিকে শিক্ষক কামরুল ইসলাম সাইকেলযোগে বোয়ালমারী বাজারে যাওয়ার সময় পথিমধ্যে চতুল চিতাঘাটা নামক এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। পূর্বপরিকল্পিতভাবে প্রায় ১৫ জন হামলা চালিয়ে প্রকাশ্যে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে।
পরে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে অবস্থার অবনতি ঘটায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এরপর উন্নত চিকিৎসার প্রয়োজনে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন ২৬ নভেম্বর বোয়ালমারী থানায় ১২ জনের নাম উল্লেখ করে আরও পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।