দেশে যত প্রযুক্তি ঢুকছে, দেশের তত ক্ষতি হচ্ছে: শিল্প প্রতিমন্ত্রী

আলোচনা সভায় কথা বলছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার
আলোচনা সভায় কথা বলছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার  © সংগৃহীত

দেশে যত প্রযুক্তি ঢুকছে, দেশের তত ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্প প্রতিমন্ত্রি কামাল আহমেদ মজুমদার। আজ শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর মনিপুরে কিশোর অপরাধ নির্মূলে জনসচেতনতামূলক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, সমাজের সন্ত্রাসীদের খুঁজে বের করতে হবে। দেশে যত প্রযুক্তি ঢুকছে, দেশের তত ক্ষতি হচ্ছে। এর অপব্যবহার রোধ করা না গেলে কিশোর-যুবসমাজকে ধ্বংস থেকে ফিরিয়ে আনা যাবে না। এজন্য শুধু শিক্ষার্থীদের নয়, অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কর্মাস কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবু মাসুদ, অতিরিক্ত ডিআইজি ও র‌্যাব-৪ এর অধিনায়ক মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

 


সর্বশেষ সংবাদ