৯ তলা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

স্কুলছাত্রের মৃত্যু
স্কুলছাত্রের মৃত্যু  © প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে ১২ তলা ভবনের ৯ তলার রেলিং থেকে পড়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম সানা রেজওয়ান সেলিম (১৪)। সেলিম উত্তরার একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সানা রেজওয়ানে বাবা একজন গার্মেন্টস ব্যবসায়ী। তারা এক ভাই এক বোন। নিহতের বাবার নাম রেজওয়ান সেলিম, গুলশান-২, রোড নাম্বার ৪১, বাসা নাম্বার ৪৮, পরিবারের সঙ্গে থাকতেন।

এ ব্যাপারে গুলশান থানার উপ-পরিদর্শক (এস আই) শিল্পী আক্তার বলেন, আমরা খবর পেয়ে গুলশান-২ রোড নম্বর ৪১ বাসা নম্বর ৪৮ রাস্তার উপর থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শনিবার সকালে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা এলাকার লোকজনের মুখে শুনতে পাই ওই ভবনের নয়তলা রেলিং থেকে সে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। মৃত্যুর সঠিক কারণ বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


সর্বশেষ সংবাদ