কপিরাইট আইন লঙ্ঘন
বাংলালিংকের বিরুদ্ধে জেমস ও মাইলসের মামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ নভেম্বর ২০২১, ১২:৫৪ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২১, ১২:৫৪ PM
অনুমতি ছাড়া গানকে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করায় টেলিকম অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেছেন দেশের শীর্ষ সংগীত তারকা জেমস। বুধবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি মামলাটি করেন।
একই আদালতে আজ সকালে কপিরাইট আইনে বাংলালিংকের নামে পৃথক মামলা করেছে জনপ্রিয় ব্যান্ড মাইলসও।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল জানান, মাহফুজ আনাম জেমস আদালতে উপস্থিত হয়ে মামলা করেন। এছাড়া মাইলস ব্যান্ডের পক্ষে আদালতে হামিন আহমেদ ও শাফিন দুজনই উপস্থিত ছিলেন।
তাপস কুমার পাল বলেন, জেমস বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তার অসংখ্য জনপ্রিয় গান আছে। তার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে বলে অভিযোগ করেছেন জেমস। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের শামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন।
জানা যায়, জেমসের অনুমতি ছাড়া তার গান নিজেদের নামে কপিরাইট করে রেখেছে বাংলালিংক। এ বিষয়ে জানার পর জেমস আদালতে উপস্থিত হয়েছিলেন ১৯ সেপ্টেম্বর।
ওই দিন সংশ্লিষ্ট আদালত জেমসকে গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। তবে থানায় মামলা না নিলে আদালতে আসতে বলেন বিচারক। সেই মতে থানা ঘুরে আজ ফের আদালতে গিয়ে মামলা দায়েরের আবেদন করলে আদালত এই মামলা গ্রহণ করেন।
অন্যদিকে, বুধবার (১০ নভেম্বর) সকাল ১১টায় আদালতে হাজির হয়ে মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ ও হামিন আহমেদ তাদের দুটি গানের কপিরাইট লঙ্ঘনের অভিযোগে আলাদা দুটি মামলার আবেদন করেন।
জানা যায়, মাইলস ব্যান্ডের ‘নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ গানের কপিরাইট আইন লঙ্ঘন করে ১৪ বছর ধরে ব্যবহার করে আসছিল মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক।
আদালত বাদীদের জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে বাংলালিংকের বিরুদ্ধে সমন জারি করেন। এসময় বিচারক আসামীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।