এসএসসি পরীক্ষা: কাল থেকে সব কোচিং সেন্টার বন্ধ

এসএসসি পরীক্ষা: কাল থেকে সব কোচিং বন্ধ
এসএসসি পরীক্ষা: কাল থেকে সব কোচিং বন্ধ  © ফাইল ছবি

আগামী ১৪ নভেম্বর থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এ উপলক্ষ্যে আগামীকাল সোমবার (৮ নভেম্বর) থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ওই নির্দেশনা মানতে হবে আগামী ২৫ নভেম্বর পরীক্ষার শেষে দিন পর্যন্ত।

গত (২৭ অক্টোবর) আসন্ন ওই পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

প্রকাশিত পরীক্ষা সময় সূচি অনুযায়ী আগামী ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এসএসসির লিখিত পরীক্ষা এবং ২১ নভেম্বর পর্যন্ত দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এ বছর এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, কারিগরি ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা চলতি বছরে বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন।


সর্বশেষ সংবাদ