আত্মহত্যাই করেছেন সালমান শাহ: আদালত

সালমান শাহ
সালমান শাহ

দীর্ঘ ২৫ বছর পর অবশেষে চিত্রনায়ক  সালমান শাহর মৃত্যুর রহস্য উন্মোচন হলো। আত্মহত্যা করেছেন সালমান শাহ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দাখিল করা প্রতিবেদন গ্রহণ করে এই রায় দিয়েছেন আদালত।

রোববার (৩১ অক্টোবর) সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার আইনজীবী ফারুক আহাম্মদের করা নারাজি আবেদন খারিজ করে করে দেন আদালত। পিবিআইএর তদন্ত প্রদিবেদন গ্রহণ করে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে রায় দেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশীদ।

এর আগে গতবছরের ২৫ ফেব্রুয়ারি সালমান শাহর মৃত্যুর তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। ওইদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক ভাবে সালমান শাহর মৃত্যু হয়। তখন তার বাব কমরউদ্দিন একটি অপমৃত্যুর মামলা করেছিলেন।


সর্বশেষ সংবাদ