নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে অ্যাম্বুলেন্স, প্রাণ গেল মামা-ভাগিনার

উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা
উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা   © সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা থেকে ফরিদপুরগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে দুজন মারা গেছেন। শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের কালীবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পিলারচর এলাকার শাহিন প্রামাণিক ও তার ভাগনে রফিক খান। তাদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটিম্যান ইমরান শিকদার জানান, রাত ৩টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিতরা এলাকার কালীবাড়ী মোড়ে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে ডুবে যায়। 

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পানির নিচে ডুবে থাকা গাড়ির ভিতর থেকে আটকেপড়া দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সটিতে চালক ও তার সহকারীসহ মোট সাত আরোহী ছিলেন। এদের মধ্যে পাঁচজন তৎক্ষণিক বেড়িয়ে আসতে পারলেও পেছনের সিটে থাকা দুই যাত্রী গাড়ির ভিতরে আটকা পড়ে পানিতে ডুবে মারা যান। 

দুর্ঘটনায় বেঁচে যাওয়া অ্যাম্বুলেন্সের এক যাত্রী বলেন, রাত ২টার দিকে আমারা তিনজন গ্রামের বাড়ি ফরিদপুরে যাবার জন্য গাবতলী টার্মিনালে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। কোনো যানবাহন না পেয়ে এক দালালের মাধ্যমে এই অ্যাম্বুলেন্সটিতে বাড়ি ফেরার জন্য উঠি। 

ওই যাত্রী আরও বলেন, নিহত ওই দুজন আগে থেকেই অ্যাম্বুলেন্সে ছিলেন। দুর্ঘটনার সময় আমাদের সিটের পাশের জানালা খোলা ছিল বিধায় আমরা তিনজন গাড়ি ডুবে যাওয়ার আগেই বেড়িয়ে আসতে সক্ষম হই। কিন্তু বাকি দুজন চেষ্টা করেও বের হতে পারেননি।


সর্বশেষ সংবাদ