জাইফাকে অপহরণ করতেই সাবলেট নেন শাপলা

জাইফাকে উদ্ধার করেছে র‍্যাব
জাইফাকে উদ্ধার করেছে র‍্যাব  © সংগৃহীত

ঢাকার আজিমপুরে বাসায় ডাকাতির পর অপহরণের শিকার আট মাস বয়সী শিশু আরিসা জান্নাত জাইফাকে উদ্ধার করেছে র‍্যাব। এ ছাড়া অপহরণে জড়িত এক নারীকে গ্রেফতার করেছে এলিট ফোর্সটি। তার নাম ফাতেমা আক্তার শাপলা।

অপহরণকারী শাপলাকে (২৭) আটক করার পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। মূলত শিশু জাইফাকে অপহরণ করতেই ফারজানার বাসায় সাবলেট নেন শাপলা। সেখানে এক রাত থাকার পর বাড়িটিতে ডাকাতির পর শিশুটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

শিশু জাইফার উদ্ধার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাতে এলিট ফোর্সটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

এর আগে গত ১৫ নভেম্বর সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে ফারজানার বাসায় ডাকাতির সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার নেওয়া হয়। পাশাপাশি তারা একটি শিশু শাপলাকে অপহরণ করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী পরিবার র‌্যাব-১০-এর সহায়তা চায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। ওই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব।

গতকাল রাতে র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে অপহরণের পরিকল্পনাকারী এক নারীকে গ্রেফতার করে। পরে অপহৃত আট মাস বয়সী শিশু জাইফাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশু জাইফার মা চাকরি করেন এবং তার স্বামী বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। রাজধানীর আজিমপুরের লালবাগ টাওয়ার এলাকার ওই বাসায় তারা তিন বছর ধরে ভাড়া থাকছেন।


সর্বশেষ সংবাদ