চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ৪

চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ৪
চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেফতার ৪  © টিডিসি ফটো

বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ফেসবুকে পেজ খুলে, চাকরির বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রার্থীদের সাথে প্রতারণার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব। মূলত স্বল্পশিক্ষিতদের টার্গেট করে এ ধরনের প্রতারণা করে আসছিল এ চক্রটি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ভাটারা এলাকা থেকে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাতে র‌্যাব ৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান, আতাউর রহমান, সাব্বির হোসেন ও নুরুল হক।

মোজাম্মেল হক জানান, তারা মূলত বিভিন্ন সিকিউরিটি কোম্পানির ভুয়া পেজ খুলে নিম্নবিত্ত, আর্থিকভাবে অসচ্ছল চাকরিপ্রার্থী বেকার লোকজনদের আকৃষ্ট করতে লোভনীয় বিজ্ঞাপন দিত। এই বিজ্ঞাপন দেখে যারা তাদের সাথে যোগাযোগ করতো, চাকরি দেওয়ার নামে তাদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ টাকা দাবি করত। টাকা দিয়েও চাকরি না পেয়ে টাকা ফেরত পাওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করলে ভুক্তভোগীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হত।

র‌্যাব জানায়, ৩৬০ সিকিউরিটি’ কোম্পানি নামক প্রতিষ্ঠানের ফিল্ড সিকিউরিটি এক্সিকিউটিভ পদে চাকরিরত এক ব্যক্তির রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির মাধ্যমে র‌্যাব জানতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ বানিয়ে চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হচ্ছে। তাই ধারাবাহিকতায় চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। প্রতারণার সাথে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান চলছে।

র‌্যাব আরও বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এসব চাকরির বিজ্ঞাপনের বিষয়ে যাচাই-বাছাই করে আবেদন করতে হবে।


সর্বশেষ সংবাদ