১২তম ন্যাশনাল ন্যাচার সামিট শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ১২:০১ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২১, ১২:০৯ PM
নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব কর্তৃক আয়োজিত ১২তম ন্যাশনাল ন্যাচার সামিট-২০২১ শুরু হয়েছে আজ। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১১.০০ টায় সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সহ-সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ এবং নটরডেম কলেজের ছাত্র পরিচালক ফাদার আন্তনী সুশান্ত গমেজ।
প্রাণ-প্রকৃতি সংরক্ষণে তরুণদের উদ্বুদ্ধ করার এই আয়োজন ৫টি ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন থিমে প্রাথমিক স্তরে ১-৫ শ্রেণি, জুনিয়র স্তরে ৬-৮ শ্রেণি, মাধ্যমিক স্তরে ৯-১০, উচ্চ মাধ্যমিক স্তরে ১১-১২ শ্রেণি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করছে।
এছাড়াও আর্ট কম্পিটিশন (প্রাথমিক), ফটো কনটেস্ট (আমার প্রকৃতি, প্রাথমিক), এলোমেলো শব্দ (প্রাথমিক), কুইজ (জুনিয়র), গ্রীণ বী (জুনিয়র, মাধ্যমিক), গ্রীন ম্যারাথন (উচ্চ মাধ্যমিক), ইয়্যুথ রিপোর্টার অব দ্যা ইনভায়রনমেন্ট (উচ্চ মাধ্যমিক) ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এ-ই আয়োজনে।
সামিটটি শুক্র ও শনিবারব্যাপী অনুষ্ঠিত হচ্ছে নটরডেম কলেজের মতিঝিল ক্যাম্পাসে। পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং পরিবেশের প্রতি তরুণদের সংরক্ষণশীল মনোভাব তৈরির জন্য বাংলাদেশের প্রথম ন্যাচার ক্লাব নটরডেম ন্যাচার স্টাডি ক্লাবের এ আয়োজনে সকাল ৮.০০ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রোগ্রাম শুরু হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। আয়োজক ও অতিথিদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে তরুণ ও ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশের প্রতি যত্নবান ও প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করবে। তরুণ ও ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে দু’দিন ব্যাপী নানা আয়োজনের “১২ তম ন্যাশনাল ন্যাচর স্টাডি সামিট-২০২১ এর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে “দ্যা ডেইলি ক্যাম্পাস।”