২৬ অক্টোবর ২০২১, ০৯:৩১
পুকুরে থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

খুলনার কয়রার বাগালী ইউনিয়ন পরিষদের পাশের একটি পুকুর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- দিনমজুর হাবিবুল্লাহ গাজী (৩৫), তার স্ত্রী বিউটি বেগম (৩০) ও মেয়ে টুনি (১২)। হাবিবুল্লাহ ওই গ্রামের মাজেদ গাজীর ছেলে।
এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একই পরিবারের তিনজনকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ গোপনের চেষ্টা করা হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো, বলে তিনি জানান।
তবে কারা, কী কারণে তাদেরকে হত্যা করেছে তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}
