শিগগিরই অনলাইনে বিবাহ-তালাক রেজিষ্ট্রেশন চালু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১০:৫৫ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২১, ১১:২১ PM
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অনলাইনে বিবাহ-তালাক রেজিষ্ট্রেশনের ওয়েবসাইট তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগাফ অনলাইনে বিয়ে ও তালাকের রেজিষ্ট্রেশন চালু হবে।
সোমবার (১১ অক্টোবর) বিশ্ব কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, অনলাইনে বিয়ে, তালাক রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে বাল্য বিবাহ বন্ধ হবে। এখানে বয়স লুকানোর কোনো সুযোগ থাকবে না। ভেরিফাই করা যায় এমন ডকুমেন্টস দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।