মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ২৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রায় হওয়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল মিয়ানমারের মানওয়া এলাকা থেকে ৪৬.১ কিলোমিটার পূর্ব- দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ১১৪.২ কিলোমিটার গভীরে। ওই এলাকার অবস্থান ঢাকা থেকে ৪৭৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, মাঝারি মাত্রার এ ভূমিকম্প বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বেশি অনুভূত হয়েছে। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কাঁপুনি টের পাওয়া গেছে।
আরও পড়ুন:
১২ ঘন্টার মধ্যে দেশে দুই ভূমিকম্প অনুভূত
পকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানান, চলতি বছরের মে মাসে সিলেটে কয়েক দফা ভূমিকম্প হয়। এবার যেটা হয়েছে, সেটা ‘স্লো স্লিপ জোনে ইন্টারপ্লেট আর্থকোয়েক’।
উল্লেখ্য, বাংলাদেশে অনুভূত হওয়া এই মৃদু ভূমিকম্পের কয়েক ঘন্টা আগে বৃহস্পতিবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছে।