চেক জালিয়াতির মামলায় ছাত্রলীগ নেতার এক বছরের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন
দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন  © টিডিসি ফটো

ময়মনসিংহের ভালুকায় চেক জালিয়াতির মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ লাখ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মামলার রায়ের সময় আদালতে অনুপস্থিত ছিলেন মনিরুজ্জামান মামুন।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকালে ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতের বিচারক হাবিবুল্লাহ মাহমুদ এ রায় ঘোষণা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দায়েরকৃত মামলার বিবরণের সূত্রে তিনি জানান, ওই মামলার বাদী কামরুল ইসলাম ওরফে চাঁন মিয়ার কাছ থেকে ২৪ লাখ টাকা ধার নেন ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মামুন। পরে কামরুল ইসলামকে ভালুকা ন্যাশনাল ব্যাংকের অধীনে ১৮ লাখ টাকার একটি চেক দেন ওই ছাত্রলীগ নেতা। কিন্তু পরবর্তী সময়ে চেকটি ডিজঅনার হয়। এ ঘটনায় ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী কামরুল ইসলাম বাদী হয়ে ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতে চেক জালিয়াতির মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী নুরুল হক বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি। বাদী এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।’


সর্বশেষ সংবাদ