নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশ না খাওয়ার আহবান শিক্ষামন্ত্রীর

অনুষ্ঠানে বক্তব্য রাখছে শিক্ষামন্ত্রী
অনুষ্ঠানে বক্তব্য রাখছে শিক্ষামন্ত্রী   © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইলিশ ধরায় এখন নিষেধাজ্ঞা চলছে। যতদিন এই অভিযান চলবে ততদিন যেন আমরা ইলিশ না খাই।

রোববার (৩ অক্টোবর) রাতে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ইলিশ উৎসব অনুষ্ঠানের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, চাঁদপুর মানেই চাঁদের হাট। আজকেও এখানে চাঁদের হাট বসেছে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগ বাস্তবায়নে আমাদের জেলে ভাইদের সহযোগিতা দরকার।

শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনায় আমরা আমাদের অনেক আপনজনকে হারিয়েছি। তাই আমাদের সকলকে যথারীতি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেন করোনায় আমাদের আর কেউ না হারিয়ে যায়।


সর্বশেষ সংবাদ