সাতক্ষীরায় দশম শ্রেণির স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০১:৩২ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০১:৩২ PM
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়নের তারক মন্ডলের পরিত্যাক্ত বাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত পূর্নিমা দাশ কুলিয়া ইউনিয়নের টিকেট গ্রামের শান্তি দাসের মেয়ে এবং গাভা একেএম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
নিহত ছাত্রীর বাবা শান্তি দাস জানান, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি পূর্ণিমা। রাতে বিভিন্ন জায়গায় অনেক খুঁজেও মেয়ের কোনো সন্ধান পাননি তারা। পরে আজ সকালে পরিত্যক্ত একটি বাড়ির বাগানে মেয়ের লাশ পাওয়ার খবর জানতে পারেন তারা।
শান্তি দাস অভিযোগ করে বলেন, প্রতিবেশী শিবপদ মণ্ডলের ছেলে পার্থ মণ্ডল আমার মেয়েকে নিয়মিত উত্যক্ত করত। বাড়িতে এক সময় বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিল। তবে সেটি আমরা প্রত্যাখ্যান করেছিলাম। আমাদের এখন সন্দেহ, পার্থ মণ্ডলসহ তার সঙ্গীরা আমার মেয়েকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে।
এ বিষয়ে দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহম্মেদ জানান, আজ সকালে একটি ফাঁকা বাড়ির বাগানে বিবস্ত্র অবস্থায় মেয়েটির লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মেয়েটির সাথে জবরদস্তির পরে শ্বাসরোধ করে মেয়েটিকে হত্যা করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে কি না সেটি এখনো জানা যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। প্রতিবেদন পেলে সত্য ঘটনা জানা যাবে।
এ ঘটনায় মেয়েটির পরিবার এখনো মামলা করেনি বলে জানান ফরিদ আহমেদ।