করোনা উপসর্গ থাকলে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাবেন না: শিক্ষামন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:২০ PM , আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:২০ PM
কোনো শিক্ষার্থীর মধ্যে করোনাভাইরাসের উপসর্গ থাকলে তাকে স্কুল-কলেজে না পাঠানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডা. জোহরা বেগম কাজী ফাউন্ডেশনের উদ্যোগে স্মারক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কোনো শিক্ষার্থীর মধ্যে যদি বিন্দু পরিমাণ উপসর্গও থাকে তাহলে তাকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবেন না।
তিনি বলেন, ছাত্রছাত্রীরা বাড়িতে, শিক্ষাপ্রতিষ্ঠানে আসার পথে করোনা সংক্রমণ হতে পারে। আমরা এ বিষয়ে সতর্ক আছি। কোথাও এমন কিছু ঘটলে সঙ্গে সঙ্গে কন্ট্রাক্ট ট্রেসিং করা হবে।
ডা. দীপু মনি আরও বলেন, শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি নিয়ে চাপ দেওয়া যাবে না। দেখতে হবে, সে কেন উপস্থিত হলো না। কিন্তু কোনভাবেই জোর করা যাবে না। কারণ কোনো শিক্ষার্থী শ্রেণিকক্ষে পাঠগ্রহণ না করতে পারলেও তার জন্য অনলাইন ও টিভিতে এখনো ক্লাস চালু আছে।