স্বাস্থ্যের সাবেক গাড়িচালক মালেকের ৩০ বছর কারাদণ্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৪ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৪ PM
দুর্নীতির মাধ্যমে বিপুল টাকার মালিক হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের বরখাস্তকৃত গাড়িচালক আবদুল মালেককে অস্ত্র আইনের দুটি ধারায় ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগরের ৪নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রবিউল আলম এই সাজা ঘোষণা করেন।
আদালত অবৈধ অস্ত্র রাখার জন্য মালেককে ১৫ বছর এবং গুলি রাখার জন্য আরও ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। তবে দুটি সাজার মেয়াদ একসঙ্গে শেষ হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক। তাই তাকে ১৫ বছরই কারাগারে কাটাতে হবে।
রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি মালেক। রায় ঘোষণার পরে তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি এই আদালতে ন্যায়বিচার পাননি। তার কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর যুক্তিতর্ক–শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজ সোমবার দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) সালাহউদ্দিন হাওলাদার এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী শাহীনুর রহমান।
গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, জাল টাকাসহ মালেককে আটক করে র্যাব। এর পর তুরাগ থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয় তার বিরুদ্ধে। অস্ত্র মামলায় মালেকের বিরুদ্ধে গত জানুয়ারি মাসে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে গত ১১ মার্চ অভিযোগ গঠন করেন।
গত ৬ সেপ্টেম্বর মোট ১৩ জন সাক্ষীর সবার সাক্ষ্য নেয়া শেষ হয়। এরপর যুক্তিতর্ক শেষে আজ আদালতের এই রায় এলো।