পরীমণিকে নিতে কারাফটকে আইনজীবী-স্বজনরা

চিত্রনায়িকা পরীমণি
চিত্রনায়িকা পরীমণি  © ফাইল ফটো

আজই কারামুক্ত হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার। পরীমণিকে নিতে কারাফটকে উপস্থিত হয়েছেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিনসহ পরিবারের একাধিক সদস্য। সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছান তারা। তাদের সঙ্গে পরীমণির আইনজীবী প্যানেলের কয়েকজন সদস্যও রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে পরীমণির আইনজীবী অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, পরীমণিকে নিতে তারা কাশিমপুর কারাগারের প্রধান ফটকে অপেক্ষা করছেন।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে পরীমণির জামিনের আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। নারী, অভিনেত্রী ও অসুস্থতা বিবেচনায় ৫০ হাজার টাকা মুচলেকায় তিনি পরীমণির জামিন মঞ্জুর করেন।

গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।


সর্বশেষ সংবাদ