জয়পুরহাটে ১৯ ঘন্টা পর নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
- জয়পুরহাট প্রতিনিধি
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ০৬:২৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২১, ০৬:২৩ PM
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নদীতে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর জাহানুর ইসলাম ডিপজল (২০) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে অনুসন্ধারকারী ডুবুরী দল। নিহত জাহানুর ইসলাম ডিপজল মামুদপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামের আবু কালামের ছেলে।
গত ২৯ আগস্ট আছরাঙ্গা দীঘি সংলগ্ন সন্যাসতলী ব্রীজ হতে তুলসীগঙ্গা নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন।
সোমবার (৩০ আগস্ট) ভোরে ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউপির আছরাঙ্গা দীঘি সংলগ্ন সন্যাসতলী ব্রীজ হতে মরদেহটি উদ্ধার করে রাজশাহীর একদল ডুবুরী।
এলাকাবাসীর সূত্রে জনা যায়, ডিপজল ও তার ছোট ভাই শহীদ (১৫) দু’জন মাছ ধরতে গিয়েছিল। এ সময় ব্রীজের উপর বসে থাকা ডিপজল নদীতে পড়ে যায়। দেখতে পেয়ে ক্ষেতলাল উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় ফায়ার সার্ভিসের সক্ষমতা না থাকায় উদ্ধার কাজ করতে পারেনি। পরে মরদেহ উদ্ধারে খবর দেওয়া হয় রাজশাহীর ডুবুরী দলকে।
উপজেলা ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা ইব্রাহিম জানান, নদীতে নেমে উদ্ধার কাজ চালানোর মতো সক্ষমতা আমাদের নাই। তাই উদ্ধার কাজ চালাতে রাজশাহী ডুবুরী দলকে নিয়ে আসা হয়েছে। ডুবুরিরা সন্ধ্যা সাড়ে ৬টা হতে রাত ৮টা পর্যন্ত দেড় ঘণ্টার চেষ্টায় নিখোঁজ প্রতিবন্ধী যুবকের সন্ধ্যান পায়নি। আজ সোমবার ভোরে উদ্ধার অভিযান চালিয়ে মৃত্যু ব্যক্তির মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।