শিক্ষার্থীদের জন্য প্রতি জেলায় হবে টিকাকেন্দ্র
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৯:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২১, ১০:০০ PM
সারাদেশে শিক্ষক-শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দ্রুত দিতে জেলা পর্যায়ে টিকাকেন্দ্র স্থাপন করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যে জেলাগুলোতে শিক্ষার্থীর সংখ্যা িবেশি প্রয়োজনে সেখানে একাধিক কেন্দ্র করার পরামর্শ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, অধিকাংশ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকা দেওয়া হলেও শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে। এ জন্য ১৮ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম আরও সহজ করতে জেলা পর্যায়ে টিকাকেন্দ্র তৈরি করা হবে। যেসব এলাকায় শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকবে সেখানে উপজেলা পর্যায়ে কেন্দ্র তৈরি করা হবে।
দীপু মনি আরও বলেন, জেলা-উপজেলায় টিকাকেন্দ্র স্থাপনে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি। তারা এ বিষয়ে সম্মতি দিয়েছেন। দ্বিতীয় ধাপে গণটিকা কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীদের জন্য আলাদা কেন্দ্র তৈরি করা হবে। সেখানে শিক্ষার্থীরা পরিচয়পত্র নিয়ে টিকা দিতে পারবে।