আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় মুসল্লিদের ঢল

আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় মুসল্লিদের একাংশ
আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় মুসল্লিদের একাংশ  © ফাইল ফটো

চট্টগ্রামের হাটহাজারীতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় দীর্ঘ দিন শিক্ষকতা করেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন সেই মাদ্রাসার শিক্ষা পরিচালক ও হেফাজতে ইসলামের আমির। জানাজার জন্য আজ বৃহস্পতিবার রাতে সেই মাদ্রাসায় শেষবারের মতো আনা হয় দেশের বিশিষ্ট এই ইসলামি চিন্তাবিদকে।

জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হন লক্ষাধিক আলেম-ওলামা, ছাত্র ও সাধারণ মুসল্লি। প্রিয় উস্তাদের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর ছাত্ররা। কাঁদেন সহকর্মী ও সাধারণ মুসল্লিরা।

রাত ১১টা ২০ মিনিটে জুনায়েদ বাবুনগরীর জানাজা পড়ান তাঁর মামা হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী। মাদ্রাসার ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় ভিড়ের কারণে মরদেহ বহনকারী কফিন মাদ্রাসা মাঠ থেকে স্থানীয় ডাকবাংলোতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই জানাজা পরিচালিত হয়।

জানাজা শেষে জুনায়েদ বাবুনগরীর দাফন তাঁর গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার বাবুনগর গ্রামে হওয়ার কথা।

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আজ দুপুর সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেন।


সর্বশেষ সংবাদ